Abhishek Banerjee: এই হারের প্রভাব লোকসভা ভোটে পড়বে বলে মনে হয় না : অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

Continues below advertisement

ABP Ananda Live: যাঁরা হেরেছেন, ভুল সংশোধন করে নতুন করে কাজ করুন'। 'এই হারের প্রভাব লোকসভা ভোটে পড়বে বলে মনে হয় না'। 'তবে সময় খুব কম, একসঙ্গে জোট বেঁধে সবাইকে কাজ করতে হবে'। 'ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ ঠিক করবে মানুষ'। 'ধর্মের নামে রাজনীতি দীর্ঘমেয়াদি হয় না'। 'যারা ধর্মের নামে রাজনীতি করছেন, তাঁদের বদল হবেই'। ছবি বিতর্কে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বয়সের ঊর্ধ্বসীমার পক্ষে ফের সওয়াল অভিষেকের। 'বয়সের ঊর্ধ্বসীমা সব ক্ষেত্রেই থাকা দরকার'। 'বয়সের সঙ্গে সঙ্গে মানুষের শারীরিক সক্ষমতা কমে, এটা অস্বীকার করা যায় না'। মহুয়া মৈত্রর পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'মহুয়া মৈত্র নিজের লড়াই নিজে লড়তে পারেন'। 'দল পাশে আছে, কিন্তু যার লড়াই তাঁকেই লড়তে হবে'। 'আমাকেও ১২ বার সিবিআই-ইডি ডেকেছে'। 'আমার পরিবারকেও ছাড়া হয়নি'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram