Abhishek Banerjee: নারদ তদন্তে আমাদের দলের সবাইকে গ্রেফতার করা হোক, শুরুটা হোক শুভেন্দুকে দিয়ে : অভিষেক

Continues below advertisement

'নারদকাণ্ডের এফআইআরে যাদের নাম রয়েছে, তাদের সবাইকে গ্রেফতার করা হোক, কিন্তু শুরুটা হোক শুভেন্দু অধিকারীকে দিয়ে'। ED-র জিজ্ঞাসাবাদ শেষে, এমনই চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। যার প্রেক্ষিতে, বিরোধী দলনেতা বললেন, 'কে ডি সিংয়ের টাকা নিয়ে ষ়ড়যন্ত্র করা হয়েছে, এই ষড়যন্ত্রের নায়ক কে পশ্চিমবঙ্গের মানুষ তা জানেন'। অভিষেককে খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদারও। তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার এরকম পুরনো তৃণমূল কংগ্রেস আছেন, তাঁরা অস্তাচলে চলে যাক। তাঁর টার্গেট হচ্ছে সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, ফিরহাদ হাকিম, সবচেয়ে বড় নাম। ফিরহাদ হাকিম কবে জেলে ঢুকবেন, সেই অপেক্ষায় বসে আছেন অভিষেক।" সৌগত রায় বলেন, 'অভিষেক ঠিকই বলেছেন। আমরা কখনও তদন্তে আপত্তি করিনি। অভিষেককে যতবার ইডি ডেকেছে, গেছে। কিন্তু বিজেপির লোকদের ডাকা হচ্ছে না কেন?'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram