Abhishek Banerjee: ডায়মন্ড হারবার আজ যা ভাবে, বাংলা কাল তা ভাবে: অভিষেক।Bangla News
Continues below advertisement
‘২৪ ঘণ্টা পুলিশ কর্মীরা মানুষের পাশে থাকেন, তাঁদের কুর্নিশ জানাই। ‘আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ যেভাবে কাজ করছে, তাঁদের ধন্যবাদ। আস্থা অ্যাপের মাধ্যমে যে কোনও সমস্যা মুহূর্তে পুলিশকে জানানো সম্ভব। ডায়মন্ড হারবার পুলিশ জেলা প্রথম সর্বত্র সিসি ক্যামেরায় নজরদারি শুরু করেছিল। ডায়মন্ড হারবার আজ যা ভাবে, গোটা বাংলা কাল সে কথা ভাবে’। করোনার সময় পুলিশ যে ভাবে কাজ করেছে তা অভূতপূর্ব। সেল্ফ টেস্টিং কিটে একদিনে ৫০ হাজার করোনা পরীক্ষা করে দেশে রেকর্ড করেছিলাম। ডায়মন্ড মডেল গোটা দেশ অনুকরণ করেছে। করোনা এখনও যায়নি, যে কোনও মূহূর্তে ফের আছড়ে পারে। মাস্ক সবসময় পরে থাকতে হবে’।
Continues below advertisement
Tags :
Abhishek Banerjee TMC ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Diamond Harbor এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ তৃণমূল ডায়মন্ড হারবার Astha App