Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতিতে লিপস অ্যান্ড বাউন্ডসের জড়িত থাকার অভিযোগ খারিজ অভিষেকের | ABP Ananda LIVE
এবার আপনাদের দেখাব, লিপস অ্য়ান্ড বাউন্ডসে তল্লাশির পর, প্রেস রিলিজে কী লিখেছিল ED। তেইশে অগাস্ট তারা দাবি করেছিল, 'তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং দু হাজার বারো সালের এপ্রিল থেকে দু হাজার চোদ্দর জানুয়ারি পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। এই সংস্থাকে ব্যবহার করে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে।' চার্জশিটেও ইডি উল্লেখ করেছিল, সুজয়কৃষ্ণ ভদ্র, অভিষেকের ঘনিষ্ঠ, তিনিই অভিষেকের আর্থিক বিষয়ের দেখভাল করেন। পাশাপাশি আপনাদের দেখাব, অভিষেক প্রসঙ্গে কয়েক মাস আগে, ঠিক কী বলেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র