Menoka Gambhir: কয়লাকাণ্ডে মাঝরাতে সিজিওয় অভিষেকের শ্যালিকা, অফিসাররা না থাকায় ফিরতে হল মেনকাকে
কয়লাকাণ্ডে রাত সাড়ে বারোটায় অভিষেকের শ্যালিকাকে ইডি-র তলব। আইনজীবীকে নিয়ে মাঝরাতে সিজিওয় গেলেও বন্ধ থাকায় ফিরতে হল মেনকা গম্ভীরকে।
আয়বহির্ভূত সম্পত্তি মামলায় সিআইডি-র ম্যারাথন তল্লাশি। আইপিএস দেবাশিস ধরের ঘনিষ্ঠ ব্যবসায়ীর মেট্রোপলিটনের বাড়ি থেকে বাজেয়াপ্ত ২৮০ গ্রাম সোনা, ৩টি গাড়ি। সিল আরও একটি বাড়ি।
রাজ্যের গোয়েন্দা সংস্থার স্ক্যানারে রাজ্যেরই আইপিএস। বাড়িতে সিআইডি হানা। বাজেয়াপ্ত দেবাশিস ধরের সম্পত্তি সংক্রান্ত নথি। তদন্তে সহযোগিতা করেছি, প্রতিক্রিয়া দেবাশিস ধরের।
২০১৫ থেকে ১৮-র মধ্যে ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর সাহায্যে IPS দেবাশিস ধরের সম্পত্তির অস্বাভাবিক বৃদ্ধি, দাবি সিআইডি সূত্রে। প্রয়োজনে ডাকা হতে পারে ভবানীভবনে।
লকডাউনের সময় থেকেই ই-নাগেটস অ্যাপের রমরমা। দিনে ৩-৪ হাজার টাকা রোজগারের টোপ দিয়ে হাতানো হয়েছে টাকা। গার্ডেনরিচকাণ্ডে নতুন তথ্য ইডির হাতে।
গার্ডেনরিচে কোটি কোটি টাকা উদ্ধারকাণ্ডে এবার স্ক্যানারে আমিরের বাবা নিসার খানের পরিবহণ ব্যবসা। কালো টাকা সাদা করতেই কী বাবার ব্যবসায় টাকা ঢালতেন আমির? তদন্তে ইডি।
গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার ১৭ কোটি। ২০২০-তেই প্রতারণার অভিযোগ ফেডারেল ব্যাঙ্কের। কোনও পদক্ষেপ করেনি লালবাজার, স্বতঃপ্রণোদিত তদন্ত, দাবি ইডি সূত্রের।
থানার কাছেই কীভাবে কালো টাকার পাহাড়? তৃণমূল-যোগের অভিযোগে তুঙ্গে তরজা।
বিজেপির নবান্ন অভিযানের পাল্টা দিল্লি চলোর ডাক অভিষেকের। চা শ্রমিকদের পিএফ-গ্র্যাচুইটি জট না মিটলে ১ জানুয়ারি থেকে বিজেপি বিধায়ক-সাংসদদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি।
নতুন তৃণমূল মানে পুরনো বাদ নয়। কিছু ভুল হলে সংশোধন হবে। মালবাজারের সভা থেকে বার্তা অভিষেকের।
বঙ্গ বিজেপিতে ফের বিদ্রোহ! চিটিংবাজগুলোকে নিয়ে যাচ্ছে, নবান্ন অভিযানে আমরা যাব কেন? সরব দলেরই একাংশ! গুরুত্বে নারাজ দিলীপ। এভাবেই শেষ হয়ে যাবে বিজেপি, কটাক্ষ তৃণমূলের।
হরিদেবপুরে ফের ডেঙ্গিতে মৃত্যু। এক সপ্তাহে ১১৫ নম্বর ওয়ার্ডেই দু’জনের মৃত্যু। পুরসভার ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের। সাধারণ মানুষকে সচেতন হওয়ার বার্তা পুরসভার।
কলকাতায় ৭ দিনে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত ৫। রাজ্যের ৬ জেলা নিয়ে উদ্বেগ। ৩ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত ৫ হাজার পার! জরুরি বৈঠকে স্বাস্থ্যকর্তারা।৫টি পরিদর্শক দল গঠন করার সিদ্ধান্ত।