ABP Ananda 8PM Show : মেটিয়াবুরুজ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বের সাদামাটা বাড়িতে কীভাবে বস্তা বস্তা টাকা ?

Continues below advertisement

মেটিয়াবুরুজ থানা থেকে ঢিল ছোড়া দূরত্ব, আর সেখানেই কীভাবে সাদামাটা বাড়িতে এল বস্তা বস্তা টাকা! খাটের নীচে উদ্ধার ১৭ কোটি ৩২ লক্ষ টাকা! উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও। অন্যদিকে, রাজ্যের গোয়েন্দা সংস্থার স্ক্যানারে রাজ্যেরই আইপিএস অফিসার। আয়বহির্ভূত সম্পত্তি মামলায় কলকাতা-সল্টলেকের একাধিক জায়গায় সিআইডি হানা!

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram