Kolkata Hasto Shilpa Mela : এক উঠোনে হরেকরকম, হাতের মুঠোয় গ্রামবাংলা, কেমন দাম ? কী কী মিলছে ? | ABP Ananda LIVE

Continues below advertisement

Kolkata News :কেউ এনেছেন মন কেমন করা রংবেরঙের ছৌয়ের মুখোশ, কেউ আবার পটচিত্র। এক কোণে মাঠের সৌন্দর্য বাড়িয়েছে ডোকরা তো অন্যদিকে অনবদ্য বাঁশের কাজ জানান দিয়ে যাচ্ছে, হম কিসিসে কম নেহি। জামাকাপড় থেকে শাল, টেরাকোটা থেকে রকমারি ঘর সাজানোর জিনিস। একটা উঠোনে গোটা গ্রামবাংলা যেন তার সৌন্দর্য নিয়ে হাজির হয়ে বলছে, এসো, ছুঁয়ে দেখো আমায়। (Kolkata Hasta Shilpo Mela ) এসো, আপন করো আমায়। এসব পড়ে যাদের মনে দামের ব্যাপারটা একটু হলেও উঁকি দিয়ে যাচ্ছে, তাদের জন্য বলে রাখা, পকেটে দুটো দশ টাকার নোট নিয়ে গেলেও আপনার হাতে ধরা দেবে হস্তশিল্প (Handcraft)। আবার লাখ ছাড়িয়ে কিছু কিনতে চাইলে সে ব্যবস্থাও আছে। স্থান ? নিউটাউন (Newtown) ইকো পার্ক (Eco Park)। চলছে হস্তশিল্প মেলা (Hasto Shilpo Mela)। ঘুরে আসতে পারেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram