Morning Headline: অধীর-জমানার ইতি ? পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি খোঁজার প্রক্রিয়া শুরু AICC-র

Continues below advertisement

রেশন বণ্টন দুর্নীতি তদন্তে রাজারহাট ও উত্তর ২৪ পরগনার ১০টি জায়গায় ইডি-র হানা। বসিরহাটে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়ি-চালকলে তল্লাশি।

টেকনিসিয়ান-পরিচালক দ্বন্দ্বে টালিগঞ্জে অচলাবস্থা। দুই গিল্ডের পৃথক বৈঠকেও কাটল না জট। বন্ধ যাবতীয় শ্যুটিং। ফাঁকা সটুডিও। সিরিয়ালে রিপিট টেলিকাস্টের আশঙ্কা।

টালিগঞ্জে ক্যামেরা বন্ধ, কর্মবিরতিতে অনড় পরিচালকরা। ফেডারেশনের একপেশে আইনে নষ্ট হচ্ছে কাজের পরিবেশ। নিয়ম খতিয়ে দেখতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা দাবি পরিচালকদের। 

বয়কট-বিতর্কে তোলপাড় টলিউড। ইন্ডাস্ট্রি স্তব্ধ করে দিয়েছেন কিছু মুষ্টিমেয় পরিচালক। পরিকল্পিত কর্মবিরতি, দাবি ফেডারেশনের। পরিচালক রাহুলের বিরুদ্ধে স্লোগান।

অধীর-জমানার ইতি? পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি খোঁজার প্রক্রিয়া শুরু AICC-র। বাংলার ২৩ নেতার সঙ্গে দিল্লিতে বৈঠক। ভোটের পরই অব্যাহতি চেয়েছিলেন, অধীর ঘনিষ্ঠ সূত্রে দাবি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram