Morning Headline : কম নম্বর পেয়েও শিক্ষক পদে তৃণমূল নেতার ছেলে !

Continues below advertisement

আবাসে যোগ্যদের বঞ্চনার অভিযোগ। ভরতপুরের পথে এবার মানবাজার! তৃণমূলের পঞ্চায়েত প্রধান-সহ ১১ সদস্যেরই ইস্তফার ইচ্ছাপ্রকাশ! পদত্যাগ করতে চান বাম সদস্যও। জানা নেই, দাবি বিডিওর।

পাকা বাড়ি সত্ত্বেও আবাসে নাম, বঞ্চিত যোগ্য। নাকাশিপাড়ায় পঞ্চায়েতে ভাঙচুর! জলপাইগুড়িতে ঘেরাও। কোচবিহার-আলিপুরদুয়ারে অবরোধ। বিক্ষোভ ডেবরাতেও।

মুর্শিদাবাদের ভরতপুরে টানটান নাটক। প্রধান, উপপ্রধান-সহ মালিহাটি পঞ্চায়েতের ১৭ সদস্যের ইস্তফা বৈধ নয়, দাবি জেলা সভানেত্রীর! ইস্তফা প্রত্যাহার কিনা, মঙ্গলবার সিদ্ধান্ত প্রধানের।

কম নম্বর পেয়েও শিক্ষক পদে তৃণমূল নেতার ছেলে! ওএমআর কেলেঙ্কারিতে এবার অভিযুক্ত বারাসাতের পূর্ত কর্মাধ্যক্ষর ছেলে। চক্রান্ত তত্ত্ব, শাসক নেতার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram