Sera Bangali 2025(পর্ব ১) | বাঙালির শ্রেষ্ঠত্বকে এবিপি আনন্দর কুর্নিশ। ব্যতিক্রমী বাঙালিদের সম্মান
ABP Ananda Sera Bangali 2025: দেশের বিভিন্ন ক্ষেত্রে শীর্ষ স্থান হোক কিংবা আন্তর্জাতিক স্তরের সেরার তালিকা, বাঙালিদের খুঁজে পাওয়া যাবে সর্বত্র। সেই বাঙালিদেরই প্রতি বছর সম্মান প্রদান করে এবিপি আনন্দ। কুর্নিশ জানানো হয় তাঁদের কীর্তিকে। এবছর আয়োজিত হয়েছিল 'সেরা বাঙালি' অনুষ্ঠান। আর সেখানেই কাদের সম্মানিত করা হল, কোন ক্ষেত্রে কারা হলেন সেরা বাঙালি, চলুন দেখে নেওয়া যাক।
সেরা বাঙালি বর্ষসেরা সম্মান ২০২৫ রিচা ঘোষ
২০২৫ সালের উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয় নিঃসন্দেহে অন্যতম। প্রথমবার বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তবে এই জয়কে শুধুমাত্র মহিলাদের ক্রিকেট বলে কৃতিত্ব খাটো করা উচিত নয়। এই জয় ভারতের জয়। দেশের এই সম্মান এসেছে 'দেশ কি বেটিদের' হাত ধরে। 'ক্রিকেট ইজ এভরিওয়ানস গেম', আক্ষরিক অর্থেই তা প্রমাণ করে দিয়েছেন এই মেয়েরা। প্রথম বাঙালি মেয়ে হিসেবে বিশ্বকাপ উঠেছে শিলিগুড়ির ২২ বছরের মেয়ে রিচা ঘোষের হাতে। তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছে সেরা বাঙালি বর্ষসেরা সম্মান। আগামী দিনে কি অধিনায়ক হতে চান রিচা? আপামর বাঙালির এই প্রশ্নের জবাবে হাতে হাসি মুখে রিচা বলছেন, 'ছোট থেকে স্বপ্ন দেখেছি ক্যাপ্টেন হয়ে ভারতকে অনেক ট্রফি জেতাব। ভাল খেলে যাচ্ছি। দেখা যাক...'