Sera Bangali 2025(পর্ব ২) | বাঙালির শ্রেষ্ঠত্বকে এবিপি আনন্দর কুর্নিশ। ব্যতিক্রমী বাঙালিদের সম্মান

Continues below advertisement

ABP Ananda Sera Bangali 2025: দেশের বিভিন্ন ক্ষেত্রে শীর্ষ স্থান হোক কিংবা আন্তর্জাতিক স্তরের সেরার তালিকা, বাঙালিদের খুঁজে পাওয়া যাবে সর্বত্র। সেই বাঙালিদেরই প্রতি বছর সম্মান প্রদান করে এবিপি আনন্দ। কুর্নিশ জানানো হয় তাঁদের কীর্তিকে। এবছর আয়োজিত হয়েছিল 'সেরা বাঙালি' অনুষ্ঠান। আর সেখানেই কাদের সম্মানিত করা হল, কোন ক্ষেত্রে কারা হলেন সেরা বাঙালি, চলুন দেখে নেওয়া যাক। 

বিভূতিভূষণের চাঁদের পাহাড় দেখে এসেছেন এই বঙ্গ তনয়, ১১ বছরের প্রতীক্ষা সফল হয়েছে 

সোশ্যাল মিডিয়ায় তিনি এখন পরিচিত মুখ। বাস্তবের 'শঙ্কর' তিনি। সাইকেলে চড়ে গিয়েছেন 'চাঁদের পাহাড়ে'। দেখে এসেছেন 'অগ্নিদেবের শয্যা'। মধ্য আফ্রিকার দুর্গমতা আটকাতে পারেনি জ্যোতিষ্ক বিশ্বাসকে। অভিযাত্রী তিনি। চিরকাল ভাবেন 'শঙ্কর' একজন স্বাবলম্বী চরিত্র। করিমপুরের যুবক কার্যত অসাধ্য সাধন করেছেন। ছোট থেকেই অভিযান বড় পছন্দ তাঁর। আর সাইকেল চালানো তাঁর নেশা। পকেটে তেমন রেস্তো নেই। তবে আছে মনোবল, আর সাইকেল। বাবা জ্যোতিষ্ককে বুঝিয়েছিলেন, অভিযানকেই লাইফস্টাইল বানিয়ে ফেল। অক্ষরে অক্ষরে তা পালন করেছেন তিনি। চাঁদিফাটা রোদ, জলের অভাব, বন্য পশুর আনাগোনা - নাহ্‌ কিচ্ছু আটকাতে পারেনি তাঁকে। পৌঁছে গিয়েছেন চাঁদের পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ মার্গারিটা পিকে। বিভূতিভূষণ চট্টোপাধ্যায়ের 'চাঁদের পাহাড়' উপন্যাস প্রকাশ্যে ৮৮ বছর পর চাঁদের পাহাড় ছুঁয়ে এসেছেন জ্যোতিষ্ক বিশ্বাস। স্বপ্নপূরণ করেছেন করিমপুরের এই বাঙালি। এবারের সেরা বাঙালি তিনি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola