ABP Exclusive: এবার অনুব্রত মণ্ডলের কন্ঠে পুষ্পার সংলাপ! Bangla News

Continues below advertisement

'পুষ্পা শুনকে ফ্লাওয়ার সমঝা থা কেয়া? ফ্লাওয়ার নেহি, ফায়ার হ্যায় ম্য়ায়'... এই সংলাপ শোনেননি বর্তমানে এমন মানুষ খুঁজে দুষ্কর। বিনোদন জগত থেকে শুরু করে ক্রীড়া দুনিয়া, এমনকি সাধারণ মানুষও, পুষ্পার সংলাপে মজেছেন প্রায় সকলেই। ইনস্টাগ্রামে পুষ্পা ছবির সংলাপে লিপ মিলিয়ে বানানো হয়েছে বিভিন্ন রিল। শুধু কী তাই? ক্রিকেট মাঠে 'পুষ্পা' ছবির জনপ্রিয় গান 'শ্রীভল্লি'-র গানে পা মিলিয়েছেন বিরাট কোহলি। পুষ্পা জ্বরে কাবু হয়েছেন ডেভিড ওয়ার্নার, সুরেশ রায়না, ডোয়েন ব্র্যাভো। আর বিনোদন দুনিয়া? বলিউডের একাধিক তারকা অনুকরণ করেছেন 'পুষ্পা' ছবির বিভিন্ন সংলাপ, গানের। 'শ্রীভল্লি'-র সঙ্গে পা মিলিয়েছেন টলিউডের একাধিক তারকাও। তবে রাজনৈতিক দুনিয়া? সেখানেও এবার 'পুষ্পা-রাজ'। এবিপি আনন্দর 'আপনার পাড়ায় তারকা' অনুষ্ঠানে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অনুব্রত মণ্ডলের গলায় শোনা গেল Pushpa: The Rise ছবির সংলাপ! নির্বাচনের আগে সত্রাজিৎ সেনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নাটকীয় ভঙ্গীতে অনুব্রতর গলায় শোনা গেল, 'ফুল নেহি, আগুন হ্যায়'। সেই সঙ্গে, থুতনির নিচে হাত নিয়ে অবিকল নকল করে ফেললেন অল্লু অর্জুনকে। রাজনৈতিক নেতা যেন এক মুহূর্তের জন্য পাকা অভিনেতা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram