ABP on The Spot: ফের টেস্ট পেপারে কাশ্মীর-বিতর্ক
Continues below advertisement
ফের টেস্ট পেপারে কাশ্মীর-বিতর্ক। একই ভুল এবার বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপারে। 'আজাদ কাশ্মীর কী'? সঠিক উত্তর লিখলে মিলবে ২ নম্বর। মাধ্যমিকের টেস্ট পেপারের প্রশ্নে পাকিস্তানের ভাষা কেন? কীভাবে এই বিতর্কিত বিষয় নজর এড়িয়ে যাচ্ছে প্রশ্ন কর্তা বা মডারেটরদের? সমালোচনার মুখে পড়ে ভুল স্বীকার করেছে এবিটিএ। মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত টেস্ট পেপারেও 'আজাদ কাশ্মীরে'র ম্যাপ পয়েন্টিং করতে বলা হয়। বিতর্কের মুখে 'আজাদ কাশ্মীর'কে কাশ্মীর করতে বলা হয়।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News ABTA - Bengali News Test Paper