ABP On The Spot: ঝালদা পুরসভায় বোর্ড গড়ল কংগ্রেস, চেয়ারপার্সন হলেন শীলা চট্টোপাধ্যায়
Continues below advertisement
ঝালদা পুরসভায় বোর্ড গড়ল কংগ্রেস। ৬ কংগ্রেস কাউন্সিলরের সমর্থন নিয়ে চেয়ারপার্সন হলেন শীলা চট্টোপাধ্যায়। গতবছরের ১৩ মার্চ, ঝালদা পুরসভার বোর্ড গঠনের আগে খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। এরপর থেকে ১১ মাসের বেশি
সময় ধরে ঝালদা পুরসভায় ডামাডোল চলছে। এর আগে আস্থা ভোটে তৃণমূলের পরাজয়ের পরও, পুরুলিয়ার ঝালদা পুরসভায় মনোনীত চেয়ারম্যান বসানোর বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। হাইকোর্ট তা খারিজ করে দেয়। আদালত নির্দেশ দেয়, জেলাশাসকের তত্ত্বাবধানে, ঝালদার পুরসভার চেয়ারম্যান নির্বাচন করাতে হবে।
Continues below advertisement