Accident at Pandaveswar: পাণ্ডবেশ্বেরর কোলিয়ারির ওয়ার্কশপে ডাম্পারের টায়ার ফেটে মৃত ২ শ্রমিক
পাণ্ডবেশ্বেরর কোলিয়ারির ওয়ার্কশপে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। পাণ্ডবেশ্বরের শোনপুর বাজারি প্রজেক্ট কোলিয়ারিতে দুর্ঘটনা। ডাম্পারের টায়ার ফেটে ঘটনাস্থলেই ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, ওয়ার্কশপে ডাম্পারের টায়ার বদলের সময় দুর্ঘটনা ঘটে।
রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনে প্রতিনিধি দল। ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যে রাজীব জৈনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। অভিযোগকারীদের সঙ্গে কথা বলবেন প্রতিনিধি দলের সদস্যরা।
অন্যদিকে, বিধানসভায় মুকুল রায়ের (Mukul Roy) বিরুদ্ধে প্রথম শুনানি হবে ১৬ জুলাই। চিঠি দিয়ে জানিয়েছেন অধ্যক্ষ, দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। পিএসিতে মুকুলের নাম জমা পড়ায় অভিযোগ আরও জোরাল হয়েছে। "তবে এই নিয়ে আমরা বেশিদিন অপেক্ষা করব না। আদালতের দরজা খোলা আছে, বিধায়কপদ খারিজ সময়ের অপেক্ষা।" মুকুলের বিধায়ক-পদ খারিজের দাবি নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর।
জন বার্লার মন্তব্যকে সমর্থন আরও এক বিজেপি (BJP) বিধায়কের। বার্লার পর পৃথক রাজ্যের দাবিকে সমর্থন ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়কের। দলের কড়া বার্তার পরেও জন বার্লার মন্তব্যকে সমর্থন দুর্গা মুর্মুর। উত্তরবঙ্গকে অশান্ত করতে চাইছে বিজেপি, পাল্টা গৌতম দেব।