Babul Supriyo: 'বাবুল সুপ্রিয় নিখোঁজ', জামুরিয়ায় আসানসোলের BJP সাংসদের নামে পোস্টার ঘিরে বিতর্ক তুঙ্গে
জামুরিয়ায় বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) নামে পড়ল নিখোঁজ পোস্টার। আসানসোলের বিজেপি সাংসদের নামে নিখোঁজ পোস্টার পড়েছে। জামুরিয়ার নাগরিক বৃন্দের নামে পড়ল এই পোস্টার।
এক বিজেপি নেতা বলেন, "পরাজয়ের গ্লানি এখনও ওরা কাটিয়ে উঠতে পারছেন না। তাই হতাশা থেকেই এসব করছেন ওঁরা। নাম না করে পোস্টার দেওয়া হচ্ছে। এতে কোনও লাভ হবে না। রাজনৈতিক দুর্বিত্তায়নকে মানুষ মেনে নেবে না।" তৃণমূলের এক নেতা বলেন, "এই ধরনের কোনও কাজ আমাদের দলের কর্মীরা করেননি। এত নোংরা কাজ আমরা করি না। তবে একথা সত্যি যদি কেউ লিখে থাকেন তবে বলব, উনি বিগত ৭ বছর ধরে আসানসোলের সাংসদ। আমরা তো দেখিইনি। মানুষও দেখেনি। তাঁদের কাজকর্ম হচ্ছে না। জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে জনগণের সেবা করা।"
এদিকে ফের রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ সরকারের। ১৭ এবং ২২ জুন সরকারের প্রস্তাব এখনও অনুমোদন দেননি। আচার্যের অনুমোদন ছাড়াই রাজ্য সরকারের পদক্ষেপ। সুরঞ্জন দাসের মেয়াদ দু'বছর বাড়াল রাজ্য সরকার। যাদবপুরের উপাচার্য পদে সুরঞ্জনের মেয়াদ বাড়াল রাজ্য সরকার। আজই বিকেলে যাদবপুরের উপাচার্য পদে সুরঞ্জনের মেয়াদ শেষ হচ্ছে।