Sujan Dasgupta: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু একেনবাবু- স্রষ্টার, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অনুমান
একেনবাবুর (Eken Babu) স্রষ্টার অস্বাভাবিক মৃত্যু। ফ্ল্যাটের দরজা ভেঙে সুজন দাশগুপ্তর (Sujan Dasgupta) মৃতদেহ উদ্ধার । হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু সুজন দাশগুপ্তর, ময়নাতদন্তের (Autopsy) প্রাথমিক রিপোর্টে অনুমান। পরিচারিকা এসে ডাকাডাকি করার পর দরজা না খোলায় পুলিশকে খবর আত্মীয়ের। ফ্ল্যাটের দরজা ভেঙে সুজন দাশগুপ্তর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে সার্ভে পার্ক থানার পুলিশ