RG Kar Student Death: সিভিক ভলান্টিয়ার হয়েও যুক্ত ছিলেন পুলিশের সংগঠনের সঙ্গে! ABP Ananda Live
ABP Ananda Live: পুলিশ বাহিনীতেও প্রভাবশালী ছিলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। সিভিক ভলান্টিয়ার হয়েও যুক্ত ছিলেন পুলিশের সংগঠনের সঙ্গে! সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও! নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকত পুলিশের টহলদারির বাইক। সেই বাইক নিয়েই ঘুরত সঞ্জয়। বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকত সঞ্জয়, খবর সূত্রের।
'আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে খুনের আগে মদ্যপান করে সঞ্জয়'। 'খুনের পরেও পুলিশের ব্যারাকে ফিরে মদ্যপান করে ঘুমিয়ে পড়ে'। 'পুলিশের সামনেও এসেছিল মদ্যপান করেই'। 'খুনের পরদিন সকালেও ভাবলেশহীন ছিল সঞ্জয়'। 'সিসি ক্যামেরার ফুটেজ দেখে সঞ্জয়কে শনাক্ত করেন এক হোমগার্ড'। 'প্রভাব খাটিয়ে আরজি কর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল সঞ্জয়ের'। পুলিশকে জানান ওই হোমগার্ড: সূত্র।
আরজি করের চিকিৎসককে সম্ভবত খুনের পর ধর্ষণ, দাবি পুলিশের। ঘুমের মধ্যে প্রথমে খুন করা হয় আর জি করের মহিলা চিকিৎসককে । মৃত্যুর পর সম্ভবত ধর্ষণ করা হয়, দাবি পুলিশের। 'গভীর ঘুমের মধ্যে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়'। 'মৃত্যু নিশ্চিত হওয়ার পরই সম্ভবত চিকিৎসককে ধর্ষণ করে অভিযুক্ত'। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে অনুমান তদন্তকারীদের। এখনও পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া এই ঘটনায় আর কারও যোগ মেলেনি, দাবি পুলিশের