Sonarpur Murder: দিদিমা ও বিশেষ ভাবে সক্ষম ভাইকে খুন করে সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখার অভিযোগ! ABP Ananda Live
West Bengal News: দিদিমা ও বিশেষ ভাবে সক্ষম ভাইকে রডের বাড়ি মেরে, শ্বাসরোধ করে খুনের পর, গায়ে অ্যাসিড ঢেলে বাড়ির সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখার অভিযোগ। জোড়া খুনে গ্রেফতার নাতনি ও নাতজামাই। সোনারপুরের (Sonarpur) জগদ্দলের বাসিন্দা ৭৫ বছরের গঙ্গারানি দাস। বিশেষ ভাবে সক্ষম নাতি বছর ২৫-এর মানসরঞ্জন এবং পক্ষাঘাতগ্রস্ত স্বামীকে নিয়ে থাকতেন ওই মহিলা। অভিযোগ, মহালয়ার ২ দিন আগে দাদুর সামনেই দিদিমা ও ভাইকে রডের বাড়ি মেরে খুন করেন নাতনি প্রিয়ঙ্কা ও নাতজামাই শান্তনু দাস। বয়ানে অসঙ্গতি মেলায় পরে দু’জনকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। সেপটিক ট্যাঙ্কের নতুন ঢালাই ভেঙে উদ্ধার হয় দু’জনের কঙ্কাল ও হাড়গোড়। দিদিমার নামে থাকা সম্পত্তি হাতাতেই জোড়া খুন বলে পুলিশের অনুমান। স্থানীয়দের দাবি, পুজোর পর থেকেই দিদিমা ও নাতিকে দেখা যাচ্ছিল না। গড়িয়ায় নতুন বাড়ি তৈরি হওয়ায়, তাঁরা সেখানে থাকছেন বলে জানান নাতনি। সন্দেহ হওয়ায় গতকাল সোনারপুর থানায় (Sonarpur) খবর দেওয়া হয়। এরপরই প্রকাশ্যে আসে জোড়া খুনের ঘটনা। ABP Ananda Live