JU Death : 'যে জায়গায় পড়ুয়া উপর থেকে পড়েছিলেন, সেই জায়গা ধুয়ে পরিষ্কারের নির্দেশ',চাঞ্চল্যকর তথ্য
Continues below advertisement
যাদবপুরে ছাত্রমৃত্যুতে অভিযুক্তদের অপরাধমনস্কতা আরও স্পষ্ট। 'পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা হয়। যে জায়গায় পড়ুয়া উপর থেকে পড়েছিলেন, সেই জায়গা ধুয়ে পরিষ্কারের নির্দেশ। জিবি মিটিং ডেকে নির্দেশ দেয় ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরী', সৌরভই শিখিয়ে দেয় পুলিশকে কী বয়ান দিতে হবে: সূত্র। যাদবপুরকাণ্ডের তদন্তে ফের উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Continues below advertisement