Rahul Gandhi: 'সকলের উপরে আদানি, তার পর প্রধানমন্ত্রী, তার নিচে স্বরাষ্ট্রমন্ত্রী', মন্তব্য রাহুলের | ABP Ananda LIVE
Continues below advertisement
ফোনে যতই আড়িপাতা হোক না কেন, লড়াই বন্ধ হবে না। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে দৃঢ় বার্তা ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Congress MP Rahul Gandhi On Phone Tapping Allegation)। তাঁর কথায়, 'আমরা এই রাজনীতিটা বুঝতে পেরেছি। সকলের উপরে আদানি, তার পর প্রধানমন্ত্রী, তার নিচে স্বরাষ্ট্রমন্ত্রী।' মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অ্যাপেলের পাঠানো মেসেজ ও ইমেলের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় পোস্ট করে তাঁর দাবি, সরকারের পক্ষ থেকে ফোন ও ইমেল হ্যাকের চেষ্টা করা হচ্ছে। শুধু তিনি নন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আপ রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা এবং সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও এক অভিযোগ করেন। পরে কংগ্রেস নেতা পবন খেরার মুখেও সেই অভিযোগই শোনা যায়। তার পর রাহুলের সাংবাদিক বৈঠক।
Continues below advertisement