Adhaar Card Issue: ফের জেলায় জেলায় আধার-বিভ্রাট, প্রতিদিনই তালিকায় নতুন নতুন জেলা যোগ হচ্ছে
ABP Ananda LIVE: ফের জেলায় জেলায় আধার-বিভ্রাট (Adhaar Issue)। প্রতিদিনই তালিকায় নতুন নতুন জেলা (district) যোগ হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ ২৪ পরগনা(South 24 Parganas), পূর্ব বর্ধমান, আধার লিঙ্ক নিষ্ক্রিয় হওয়ার চিঠি পেয়ে মাথায় হাত বাসিন্দাদের। যদিও আধার কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও আধার নম্বর বাতিল করা হয়নি।