Ananda Sokal seg3: বাংলায় ভারত জোড়ো যাত্রায় বামেদের আমন্ত্রণ জানালেন অধীর চৌধুরী। Bangla News
বাংলায় ভারত জোড়ো যাত্রায় এবার বামেদের আমন্ত্রণ জানালেন অধীর চৌধুরী। ২৩ জানুয়ারি, কার্শিয়ঙের গিদ্দা পাহাড়ে শেষ হবে এই পদযাত্রা। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এ রাজ্যের সব বিজেপি বিরোধী রাজনৈতিক দলের কাছে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তবে, সেই তালিকায় নেই তৃণমূল। চিঠি পাঠানো হয়েছে, সিপিএম-সহ বামফ্রন্টের শরিক দলগুলিকে। এর আগে ভারত জোড়ো যাত্রায় আমন্ত্রণ জানিয়ে সিপিএম, তৃণমূল-সহ বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলকেই চিঠি দিয়েছিলেন রাহুল গান্ধী।
দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তার আগে ত্রিপুরাতেও বাংলা মডেলে বাম-কংগ্রেস জোট নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। গতকাল সিপিএমের রাজ্য দফতরে এসে বৈঠক করেন কংগ্রেসের ত্রিপুরার পর্যবেক্ষক অজয় কুমার। বৈঠকে ছিলেন ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বিজেপিকে রুখতে । সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে সিপিএম-কংগ্রেসের জোটে সামিল হওয়ার আহ্বান জানান অজয় কুমার। সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, দেশ বাঁচাতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হবে। সেই তাগিদেই জোট চাইছেন মানুষ। বিজেপি ও তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ত্রিপুরায় । বিরোধীদের ওপর আক্রমণ ঠেকাতে, গত জুলাই মাসে জোট গঠনের দাবি করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। দিনদুয়েক আগে ত্রিপুরা সফরে এসে বাম-কংগ্রেস জোটের পক্ষে সওয়াল করেন সিপিএমের।সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম।ইয়েচুরি ও কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক।
বিক্ষোভ উঠলেও এখনও কার্যত অচল বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha) এজলাস। এখনও পর্যন্ত ৪০টি মামলার শুনানিতে অনুপস্থিত সরকারি আইনজীবীরা। পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি।
পঞ্জিকা মতে, এবার শনি ও রবিবার দুই দিনই মকর সংক্রান্তির তিথি (Makar Sankranti)। দু দিনই সাগরে (Gangasagar) পুণ্যস্নান করতে পারবেন পুণার্থীরা (Pilgrims)। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে ভিড় করেছেন পুণ্যার্থীরা।