Afgan Citizen Arrest: কীভাবে জাল আধার-ভোটার-প্যান কার্ড পেল আফগান নাগরিক ? তদন্তে পুলিশ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: জাল আধার-ভোটার-প্যান কার্ড নিয়ে টালিগঞ্জে গ্রেফতার আফগান নাগরিক । গ্রেফতার করে কলকাতা পুলিশের এসসিও । ধৃতের নাম সৈয়দ আকবর খান । ধৃতের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের । পরিচয়পত্র যদি সব জাল হয়, তাহলে বার্থ সার্টিফিকেটের তথ্য কীভাবে কলকাতা পুরসভার পোর্টালে ? প্রশ্ন বিচারকের । ২৪ জানুয়ারির মধ্যে তদন্তকারী আধিকারিককে তথ্য জানাতে নির্দেশ আদালতের । ২০২০ সালে দিল্লি হয়ে কলকাতা আসে সৈয়দ আকবর খান । কীভাবে মিলল জাল নথি, তদন্তে পুলিশ

প্রকাশ্য সভায় বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারের

প্রকাশ্য সভায় বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারের। ধর্মরক্ষায় হিন্দুদের একত্রিত হওয়ার পাশাপাশি, বাড়িতে ধারাল অস্ত্র রাখার নির্দেশ দিলেন তিনি। সেই নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। একজন কেন্দ্রীয় মন্ত্রী, কোনও দলের রাজ্য সভাপতি হিসেবে সুকান্তর থেকে এমন মন্তব্য কাম্য ছিল না বলে পাল্টা মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম। সুকান্ত যে ভাষায় কথা বলেছেন, তার সঙ্গে সন্ত্রাসবাদীদের ভাষার মিল রয়েছে বলে তুলনা টানেন তিনি। (Sukanta Majumdar)

সম্প্রতি একটি প্রকাশ্য সভায় হিন্দুদের একত্রিত হওয়ার বার্তা দেন সুকান্ত। তাঁকে বলতে শোনা যায়, "যদি নিজেদের ধর্ম, সংস্কৃতি এবং আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার-ইঞ্জিনিয়ার যা বানানোর বানান। কিন্তু একই সঙ্গে ভাল হিন্দু বানান, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে ধারাল অস্ত্র রাখুন। আপনার ছেলে যদি ধর্ম-সংস্কৃতি রক্ষা করতে না পারে, সে ডাক্তার-অফিসার যা-ই হোক না কেন, ফুটে যাবে। দু'পয়সা দানন থাকবে না। উদ্বাস্তু হয়ে অন্য কোথায় চলে যেতে হবে।" (West Bengal BJP)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola