Kurmi Protest: ৬ দিন পর, খেমাশুলিতে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করল কুড়মি সমাজ | ABP Ananda LIVE

Continues below advertisement

Kurmi Protest: ৬ দিন পর, রাজ্য সরকারের তরফে আলোচনায় বসার প্রস্তাব পেয়ে খেমাশুলিতে (Khemasuli) জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করল কুড়মি সমাজ (Kurmi)। মঙ্গলবার থেকে অবরুদ্ধ ছিল ৬ নম্বর জাতীয় সড়ক। গতকাল যান চলাচলে আংশিক ছাড় দেওয়ার কথা ঘোষণা করেও সিদ্ধান্ত বদল করেন কুড়মি-আন্দোলনকারীরা। তাঁরা জানান, রাজ্যের তরফে আলোচনার বসার প্রস্তাব দিয়ে চিঠি না পেলে অবরোধ জারি থাকবে

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram