Coal Smuggling : অভিষেকের স্ত্রীর পর আইনমন্ত্রী- কয়লাকাণ্ডে একদিনে জোড়া তলব ED-র | ABP Ananda LIVE
ED Summon: অভিষেকের (Aabhishek Banerjee) স্ত্রীর পর আইনমন্ত্রী, কয়লাকাণ্ডে (Coal Smuggling )একদিনে ইডির (ED) জোড়া তলব । দুবাই যাওয়ার পথে বাধা, বিমানবন্দরেই (Airport) রুজিরাকে (Rujira Banerjee) ইডির নোটিস । ৮ জুন সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরার জন্য বিমানবন্দরেই রুজিরাকে ইডির নোটিস। সকাল ৭ নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন রুজিরা। ইডির মামলায় লুক আউট সার্কুলার থাকার কারণ দেখিয়ে বিদেশযাত্রায় বাধা। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বিমানবন্দর থেকে বেরিয়ে যান রুজিরা। 'বিদেশ যাওয়ার আগে চিঠি দিয়ে জানাতে হবে ইডিকে, শর্ত দিয়েছিল সুপ্রিম কোর্ট'। ইডিকে চিঠি দিয়ে বিদেশে যাওয়ার কথা জানানোও হয়েছিল, দাবি রুজিয়ার পরিবার সূত্রে । এই ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে খবর রুজিরার পরিবার সূত্রে । করমণ্ডল দুর্ঘটনা থেকে নজর ঘোরাতেই তলবের চক্রান্ত দেখছেন মমতা