Ananda Sokal seg4: আবাস যোজনার পর এবার স্কুলশিক্ষা, মিড মে মিল পর্যালোচনায় আসছে এবার কেন্দ্রীয় দল
আবাস যোজনার পর এবার স্কুলশিক্ষা। মিড মে মিল পর্যালোচনায় আসছে এবার কেন্দ্রীয় দল। জানুয়ারিতেই রাজ্যের সঙ্গে বৈঠক : সূত্র। কীভাবে কাজ করছে মিড ডে মিল প্রকল্প ? পর্যালোচনা করতে আসছেন কেন্দ্রের আধিকারিকরা। পুষ্টি বিশারদ, কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের নিয়ে বৈঠক। সরেজমিনে পরিদর্শন করবেন প্রতিনিধি দল। রাজ্যকে জানিয়ে দিল কেন্দ্র : সূত্র।
আবাস দুর্নীতির অনুসন্ধানে দ্বিতীয় দফায় আরও ৫ কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে বাংলায়। সেই ৫টি দল অনুসন্ধান চালাবে রাজ্যের ১০টি জেলায়। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত সচিবকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এর আগে গ্রামোন্নয়ন মন্ত্রকের দুটি দল পূর্ব মেদিনীপুর এবং মালদায় আবাস দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখেছিল। এবারও কেন্দ্রের যে ৫টি দল বাংলায় আসছে, তারা ফের যাবে পূর্ব মেদিনীপুর এবং মালদায়। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়ে। গ্রামোন্নয়ন মন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় অনুসন্ধানকারী দলকে সর্বতোভাবে যেন সহযোগিতা করে রাজ্য প্রশাসন। কিছুদিন আগে আবাস দুর্নীতি-তরজার প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, ফের কেন্দ্রীয় দল আসবে বাংলায়। যাবে ১৫টি জেলায়।
দিদির সুরক্ষাকবচ (Didir Surkshakabaj) কর্মসূচিতে গিয়ে রামপুরহাটে বিক্ষোভের মুখে সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। বেহাল রাস্তা নিয়ে মুখ খুললেন স্থানীয়রা।
আজ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মতিথি। সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেয় সকালে মঙ্গলারতি দিয়ে সূচনা হয়। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে যুগপুরুষকে। দিনভর চলবে বিশেষ পুজো। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। করোনার বিধিনিষেধ না থাকায়, সকাল থেকেই আসতে শুরু করেছেন ভক্তরা।