10 Tay 10 Dik: আবাস যোজনার পর এবার স্কুলশিক্ষা, মিড মে মিল পর্যালোচনায় আসছে এবার কেন্দ্রীয় দল

Continues below advertisement

আবাস যোজনার পর এবার স্কুলশিক্ষা। মিড মে মিল পর্যালোচনায় আসছে এবার কেন্দ্রীয় দল। জানুয়ারিতেই রাজ্যের সঙ্গে বৈঠক : সূত্র। কীভাবে কাজ করছে মিড ডে মিল প্রকল্প ? পর্যালোচনা করতে আসছেন কেন্দ্রের আধিকারিকরা। পুষ্টি বিশারদ, কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের নিয়ে বৈঠক। সরেজমিনে পরিদর্শন করবেন প্রতিনিধি দল। রাজ্যকে জানিয়ে দিল কেন্দ্র : সূত্র।

মহকুমাশাসককে ডেপুটেশনের জন্য বিতর্কিত প্যাড। প্যাডের হেডারে কংগ্রেস-সিপিএম-এর নাম একসঙ্গে !। খড়্গপুর পুরসভার বিরোধী দলনেতা, যুব কংগ্রেস সভাপতি-সহ ৯ কংগ্রেস নেতাকে শো-কজ। শো-কজের সিদ্ধান্ত পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের। ১৫ দিনের মধ্যে শো-কজের উত্তর দিতে নির্দেশ।

বিক্ষোভ উঠলেও এখনও কার্যত অচল বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha) এজলাস। এখনও পর্যন্ত ৪০টি মামলার শুনানিতে অনুপস্থিত সরকারি আইনজীবীরা। পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি।

হাইকোর্টে বেনজির বিশৃঙ্খলা, আঁচ দিল্লিতেও। আইনজীবীদের একাংশের অভিযোগ পেয়ে সক্রিয় বার কাউন্সিল অব ইন্ডিয়া। আসছে ৩ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। প্রতিনিধি দলে থাকছেন রবীন্দ্র রায়জাদা, অশোক মেহতা এবং বন্দন কউর গ্রোভার. হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলবেন তাঁরা। বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদকের সঙ্গেও হবে কথা। কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গেও কথা বলবেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সংগ্রহ করা হবে সিসি ক্যামেরার ফুটেজ, অন্যান্য ছবি । ১৭ জানুয়ারির মধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে রিপোর্ট পেশ 

পুরুলিয়ার বান্দোয়ানে বাম যুব নেতাকে গুলিকাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ডিওয়াইএফআই। এদিন DYFI নেতা কৃষ্ণপদ টুডুকে দেখতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান দলের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। গতকালের ওই ঘটনায় ৩ জনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে নিশানা করেন বাম নেত্রী। তাঁর দাবি, গ্রামবাসীরা অভিযুক্তদের ধরে ফেলায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। DYFI নেতাকে গুলি করার পিছনে কারা, মাওবাদী না কি শাসক-যোগ তা পুলিশ খতিয়ে দেখুক বলে মন্তব্য করেন মীনাক্ষী। অন্যদিকে, হাসপাতাল সূত্রে খবর, গুলিবিদ্ধ DYFI নেতা কৃষ্ণপদ টুডুর অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁর অস্ত্রোপচার হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram