Saltlake: মোবাইল চুরির সন্দেহে পিটিয়ে এবার খুনের অভিযোগ সল্টলেকে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মোবাইল চুরির সন্দেহে পিটিয়ে এবার খুনের অভিযোগ সল্টলেকে । সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার পোলেরনাইটে চাঞ্চল্য । মোবাইল চুরির অভিযোগে মারধরে মৃত্যুর অভিযোগ । মৃত যুবকের নাম প্রসেন মণ্ডল । পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৩
ফুটপাত জবরদখল মুক্ত করতে তৎপর উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। গতকাল বৈঠকে বসেন জেলাশাসক, বারাসাত পুলিশ জেলার পুলিশ কর্তা, পুর চেয়ারম্যান। বারাসাত ও মধ্যমগ্রামের একাধিক ফুটপাথ কীভাবে জবরদখল মুক্ত করা যায় সেই নিয়ে আলোচনা করা হয় বৈঠকে। দ্রুত এই সব ফুটপাথ জবরদখল মুক্ত করা হবে বলে আশ্বাস দেন তৃণমূল পরিচালিত বারাসাত পুরসভার চেয়ারম্যান। ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও তাঁর আশ্বাস। ফুটপাত জবরদখল মুক্ত করতে মাইকে প্রচারও শুরু করেছে বারাসাত পুরসভা।
বিহারের পর এবার এ রাজ্যের জেল থেকে হুমকি ফোন পেলেন অজয় মণ্ডল। ব্যারাকপুরের দাবি, বুধবার দমদম সেন্ট্রাল জেল থেকে কুখ্যাত দুষ্কৃতী অনীশ ঠাকুর তাঁকে ফোন করে আদালতে এসে দেখা করতে বলে। নিজেকে মণীশ শুক্লা খুনে অভিযুক্ত বলে পরিচয় দেয় বলে দাবি ব্যবসায়ীর। হুমকি ফোনের কথা পুলিশকে জানিয়েছেন অজয় মণ্ডল। এই ঘটনায় তিনি আতঙ্কিত।