Partha Chatterjee: সিবিআই, ইডি-র পর এবার আয়কর দফতরের রাডারে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda:  সিবিআই, ইডি-র পর এবার আয়কর দফতরের রাডারে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা। পার্থ-অর্পিতার নামে রয়েছে আরও বেনামী সম্পত্তি, দাবি আয়কর দফতর সূত্রের। জেলে গিয়ে অর্পিতাকে জেরা করার আবেদন। 'বেনামী সম্পত্তি খুঁজতেই অর্পিতাকে জেরা প্রয়োজন', আদালতে দাবি আয়কর দফতরের: সূত্র

লেক গার্ডেন্সে তরুণীকে গুলি করে আত্মঘাতী যুবক। গেস্ট হাউসে তরুণীকে গুলি করে আত্মঘাতী যুবক। গেস্ট হাউসের ঘর থেকে পরপর গুলির শব্দ। তরুণীর ওপর হামলার পর গুলি চালিয়ে আত্মঘাতী যুবক। গুরুতর জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি তরুণী। প্রণয় ঘটিত কারণেই গুলি করে আত্মঘাতী যুবক, অনুমান পুলিশের । আক্রান্ত এবং আত্মঘাতী, ২জনেরই বজবজে বাড়ি: পুলিশ সূত্র 

ব্যারাকপুরে রাতের অন্ধকারে যুবককে রাস্তায় ফেলে ব্যাপক মারধর। ঘটনার পরে রক্তাক্ত অবস্থায় ওই যুবক রাস্তার ওপরেই বেশ খানিকক্ষণ পড়ে ছিল বলে অভিযোগ। পরে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারধরের পিছনে স্থানীয় তৃণমূল নেতা নওশাদের ভাই সাদ্দাম, অভিযোগ আক্রান্তের। তদন্তে ব্যারাকপুর থানার পুলিশ। দল না দেখে পুলিশ তদন্ত করবে, আশ্বাস ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাসের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram