Partha Chatterjee:পার্থর মুখে কুণালের সুর, সিপিএম ও বিজেপির মুখপাত্রদের সরাসরি আক্রমণ |ABPAnandaLive
Partha Chatterjee: তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, 'বাম জমানায় হোলটাইমার মানেই বাড়িতে কেউ না কেউ চাকরি পেয়েছেন। বিশেষ করে শিক্ষক-শিক্ষিকার চাকরি। এর জন্য কোনও তথ্য লাগবে না। ৩৪ বছরে বাংলায় যা হয়েছে সেটাই প্রমাণ। সবাই জানেন। পার্থ চট্টোপাধ্যায়ের হয়ত কিছু মনে হয়েছে তাই এমন অভিযোগ করেছেন। উনি তো প্রাক্তন শিক্ষামন্ত্রী (Eduction Minister) ছিলেন, তাই উনি যা বলেছেন, সেই নামগুলি কিন্ত এবার তদন্তের আওতায় অবশ্যই আনা উচিত। এঁদের প্রত্যেককে হেফাজতে নিয়ে পার্থবাবুর সঙ্গে মুখোমুখি জেরা করা দরকার। পার্থ চট্টোপাধ্যায় যখন অভিযুক্ত হিসেবে এই অভিযোগ করছেন তখন কেন্দ্রীয় সংস্থা কেবল তৃণমূলের দিকে ছুটবেন অন্য কারও দিকে ছুটবেন না এটা হতে পারে না। যাঁদের নাম পার্থদা বলেছেন তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হোক।' ১১.৪৮ নাগাদ একটি ট্যুইট (Tweet) করেছিলেন কুণাল ঘোষ। এরপর ১২.০৫ এ পার্থ চট্টোপাধ্যায় এই মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে এবিপি আনন্দকে কুণাল ঘোষ বলেন, 'সাত দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বাম জমানা নিয়ে একই কথা বলেছিলেন। আমিও কাল বিকেলে এই বিরোধীদের সম্পর্কে একই কথা বলেছি। এটা নতুন কিছু তো নয়। প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের নথি কেন পাওয়া গিয়েছে তা নিয়েও তো আমি বলেছি। সাংবাদিকরা কী প্রশ্ন করেছেন আর পার্থবাবু কী বলেছেন সেটা আমার জানার কথা নয়।'