Bogtui Case: লালন শেখের মৃত্যুর পর, বগটুইকাণ্ডে তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কায় রামপুরহাটে অস্থায়ী ক্যাম্প খালি করল সিবিআই। Bangla News
Continues below advertisement
লালন শেখের মৃত্যুর পর, বগটুইকাণ্ডে তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কায় রামপুরহাটে অস্থায়ী ক্যাম্প খালি করল সিবিআই। ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারা ও তৃণমূল উপপ্রধান ভাদু শেখের হত্যা সংক্রান্ত তদন্তের নথি, যাবতীয় তথ্য প্রমাণ, কেস ডায়েরি, বয়ানের কপি, ল্যাপটপ, হার্ড ডিস্ক রাতারাতি নিয়ে আসা হল সিজিও কমপ্লেক্সে CBI-এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে। CBI মারফত জানা গেছে, গতকাল বিক্ষোভ কিছুটা শান্ত হলে, রাতের অন্ধকারে অস্থায়ী ক্যাম্প অফিস খালি করে দেওয়া হয়। সাঁইথিয়ায় CBI-এর গাড়ি বিকল হয়ে গেলে, ফের গাড়ি এনে নথিপত্র, জিনিসপত্র নিয়ে কলকাতায় রওনা দেন CBI অফিসাররা।
Continues below advertisement
Tags :
Death Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Cbi ABP Ananda Bengali News Baguiati Murder Cgo