RG Kar Protest: ম্যাডক্স স্কোয়ারের পর ত্রিধারা সম্মিলনীর মণ্ডপের কাছেও উঠল স্লোগান, গ্রেফতার করায় লালবাজার অভিযান

চারদিনে জুনিয়র ডাক্তারদের অনশন। শেষপর্যন্ত সরকারের সঙ্গে নিস্ফলা বৈঠক। সরকারের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠকের পরে হতাশায় ভেঙে পড়লেন জুনিয়র ডাক্তাররা। দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা, অনড় সরকারও। স্বাস্থ্যসচিবকে সঙ্গে নিয়েই সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব। জুনিয়র ডাক্তারদের অভিযোগ মানতে নারাজ সরকার। আলোচনা হয়েছে, সব কিছু খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার দাবি মুখ্যসচিবের। অনশন তোলার বার্তা। মায়ের বোধনের দিন মেয়ের বিচারের দাবি। ম্যাডক্স স্কোয়ারের পর ত্রিধারা সম্মিলনীর মণ্ডপের কাছেও উঠল স্লোগান। গ্রেফতার করায় লালবাজার অভিযান। ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপের কাছে বিচারের দাবিতে স্লোগান। গ্রেফতার করল পুলিশ। প্রতিবাদে মধ্যরাতেও লালবাজারের সামনে অবস্থান। কলকাতা থেকে জেলা, ষষ্ঠীতে সাঁড়াশি আন্দোলন। বিচারের দাবিতে রাজপথে প্রতিবাদ। নার্স-ডাক্তারদের সিজিও অভিযান। অনশন মঞ্চে অপর্ণা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola