Durga Puja 2024: উত্তর থেকে দক্ষিণ, জেলা থেকে শহর.. এক ঝলকে দেখে নিন এই বছরের সেরা পুজোগুলি
Continues below advertisement
আজ সপ্তমী। আনুষ্ঠানিকভাবে এদিনই পুজো শুরু। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে মা দুর্গার পিতৃগৃহে প্রবেশ। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। তারপর শাস্ত্রমতে ষোড়শ উপচারে শুরু সপ্তমীর পুজো। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ ৯টি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা ৯টি পাতা নয়, ৯টি উদ্ভিদ। কৃষিপ্রধান বাংলার প্রতীক। এগুলি হল, কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান। কলাবউকে সিঁদুর দিয়ে সপরিবার দেবী প্রতিমার ডান দিকে রেখে পুজো করা হয়। সপ্তমীতে এভাবেই প্রকৃতি আরাধনার মধ্যে দিয়ে শুরু হল মাতৃ বন্দনা।
Continues below advertisement
Tags :
Durga Puja News Junior Doctors Protest In Kolkata DUrga Puja Kolkata Doctor Death Kolkata Protest Kolkata Doctors Protest Kolkata Doctor Murder Kolkata Doctor Case DOCTOR PROTEST Junior Doctor Protest Junior Doctors Protest Kolkata Junior Doctors Protest Political Tensions Rise In Bengal Junior Doctors Protest Live R G Kar Junior Doctors Protest Live Doctor Murdered In Kolkata Doctor Raped In Kolkata Doctor Killed In Kolkata Kolkata Doctor Protest Kolkata Trainee Doctor Rape Durga PUja 2024