Ananda Live: সরকারের তরফে আশ্বাস মিলেছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দাবি SSC-র আন্দোলনকারীদের

Continues below advertisement

গরু পাচার মামলায় ফের সিবিআই-এর হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। এদিন তাঁকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেয় এসএসকেএম। বিকেলে চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে সন্ধেয় বোলপুরে পৌঁছন বীরভূমের তৃণমূল সভাপতি। 

 

ক্রনিক রোগে ভুগছেন, এখনই হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে এমনই মত দিয়েছিল ভুবনেশ্বর এইমস। অনুব্রত মণ্ডলকে নিয়ে এবার সেই সুরই শোনা গেল এসএসকেএমের গলায়। উডবার্নের কেবিন প্রস্তুত করা হলেও, অনুব্রতকে ফিরিয়ে দিলেন এসএসকেএমের চিকিৎসকরা।

 

এসএসকেএম হাসপাতালে অনুব্রত মণ্ডলকে ‘গরু চোর’ বলে বিদ্রূপ করা হল। এর আগে ভুবনেশ্বর এইমসে চিকিৎসা করাতে গিয়ে, সেখানে চিকিৎসা করাতে আসা রোগীর আত্মীয়দের দেওয়া ‘চোর’ স্লোগান শুনতে হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, জেলের মধ্যেও পার্থ চট্টোপাধ্যায়কে ‘চোর’ বিদ্রূপ শুনতে হয়েছে।

 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে মেধাতালিকাভুক্ত প্রত্যেক বঞ্চিত প্রার্থীকে নিয়োগ করতে হবে। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে এমনটাই দাবি করলেন SSC-র আন্দোলনকারীরা। তাঁদের দাবি, সরকারের তরফে আশ্বাস মিলেছে। অন্যদিকে নিয়োগ নিয়ে আশাবাদী হলেও, এখনই প্রতিশ্রুতি দিলেন না শিক্ষামন্ত্রী। অবশ্য দু’পক্ষই জানিয়েছে আজকের বৈঠক সদর্থক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram