Weather Update: 'মিধিলি'-র পর কি ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে ? কী জানাল মৌসম ভবন ?
Continues below advertisement
আগামী ২৪ ঘণ্টায় আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার হাত ধরে বঙ্গোপসাগরে ঘনাবে নিম্নচাপ। শীতের পথে কাঁটা পড়ার আশঙ্কা। আবহাওয়া দফতর জানিয়েছে, এই উইক এন্ডে শীতের আমেজ ভরপুর থাকলেও, বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহের গোড়াতেই হাওয়া বদলের সম্ভাবনা। শুধু তাই নয়, এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল।এরপর গতিপথ পরিবর্তন করে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, সেটাই দেখার।
পুরুলিয়া, বাঁকুড়া-সহ পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় তাপমাত্রা এখন ১৪-১৬ ডিগ্রিতে ঘোরাফেরা করছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নভেম্বরের শেষে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা।
Continues below advertisement