Nisith Pramanik: হারার পরেই গড় হাতছাড়া নিশীথ প্রামাণিকের, ভেটাগুড়ির ৩টি পঞ্চায়েতই দখল করল তৃণমূল
হারার পরেই গড় হাতছাড়া নিশীথ প্রামাণিকের। ভেটাগুড়ির ৩টি পঞ্চায়েতই দখল করল তৃণমূল। ভেটাগুড়ি ২ ও মাতালহাটের পর ভেটাগুড়ি ১ পঞ্চায়েতও হাতছাড়া বিজেপির। মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির ৫ পঞ্চায়েত সদস্য। জোর করে ভয় দেখিয়ে যোগদান করানো হচ্ছে বলে অভিযোগ বিজেপির
অন্যদিকে, এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন কারা? বাংলা থেকে কারও কপালে কি মন্ত্রিত্বের শিকে ছিঁড়তে পারে? বিজেপিকে আসন উপহার দেওয়া উত্তরবঙ্গ কিংবা পূর্ব মেদিনীপুর কি কোনও মন্ত্রী বা প্রতিমন্ত্রী পেতে পারে? তা নিয়ে নানা জল্পনা চলছে রাজনৈতিক মহলে। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলিতে এবার কোন কোন মুখ দেখা যাবে? বিগ ফোর অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী কারা হবেন? বাংলার ১২ জন সাংসদের মধ্য়ে কারও ভাগ্য়ে কি মন্ত্রিত্বের শিকে ছিঁড়বে? নানা জল্পনায় রামনাথ ঠাকুর, সুনীল কুমার, লালন সিং, অনুপ্রিয়া পটেল, চিরাগ পাসোয়ান, প্রফুল পটেল, শিণ্ডের দল, টিডিপি স্পিকার, চৌহাণ বড় পদ পেতে পারে ।