TMC: সাকেত গোখলের গ্রেফতারির পর গুজরাতে প্রতিনিধি দল পাঠালো তৃণমূল
সাকেত গোখলের গ্রেফতারির পর গুজরাতে প্রতিনিধি দল পাঠালো তৃণমূল। ৫ সদস্যের দল পৌঁছল গুজরাতের মোরবিতে। প্রতিনিধি দলে দোলা সেন, শান্তনু সেন, খলিলুর রহমান। তৃণমূলের প্রতিনিধি দলে অসিত কুমার মাল, সুনীল কুমার মণ্ডলও। আজই রওনা হচ্ছে তৃণমূল প্রতিনিধি দল
Tags :
Gujarat Bangla News Bangla News Live Bengali News TMC ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News