Election Results:ইন্ডিয়া জোটের মধ্যে কি সমান্তরাল সমীকরণ? খাড়গের মন্তব্যে কি খুশি নয় তৃণমূল? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ইন্ডিয়া জোটের মধ্যে কি সমান্তরাল সমীকরণ? জোট বৈঠকে খাড়গের মন্তব্যে কি খুশি নয় তৃণমূল? জল্পনা বাড়িয়ে অখিলেশ-রাঘব চাড্ডাদের সঙ্গে বৈঠকের পর উদ্ধব-সাক্ষাতে মুম্বই গেলেন অভিষেক।
সমান্তরাল সমীকরণ?
লোকসভা ভোটে (Loksabha Elections 2024) হেরে দলের বিরুদ্ধে তোপ দাগলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি ও বর্ধমান-দুর্গাপুরের পরাজিত প্রার্থী দিলীপ ঘোষ (BJP leader Dilip Ghosh)। সরকার গঠনের জন্য এনডিএ-তে যে শরিকি চাপ বাড়ছে তা নিয়েও দলের শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ করেন তিনি।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের হার প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ ঘোষ। তাঁর হারের পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। একরাশ ক্ষোভ উগরে দিয়ে দিলীপ ঘোষ বলেন, "দল বর্ধমান-দুর্গাপুর আসনে জিততে পাঠিয়ে ছিল না হারতে তা জানি না। কেন মেদিনীপুর থেকে বর্ধমান-দুর্গাপুরে পাঠানো হয়েছিল। এর পিছনে কোনও ষড়যন্ত্র ছিল কিনা জানি না। কোনও ষড়যন্ত্র থাকতেই পারে। মেদিনীপুরে ১ লক্ষ ভোটে জেতার পরিস্থিতি ছিল। সেখান থেকে কেন বর্ধমান-দুর্গাপুরে সরানো হল তা জানি না। দলের নির্দেশে বর্ধমান-দুর্গাপুর আসনে লড়াই করতে যাই। কিন্তু, ওখানে পিছন থেকে কাঠিবাজির জন্য জিততে পারিনি। আসলে সংগঠন এখন শক্তিশালী হয়নি। সংগঠনের দুর্বলতার জন্যই হারতে হয়েছে।"