Behala News: রামকৃষ্ণ মিশনের জমি বিতর্কের পর এবার চার্চের জমিতে দাদাগিরি ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: গ্রেফতারির ৮ দিন পরে সমান উদ্ধত জয়ন্ত সিংহ। জয়ন্তকে সঙ্গে নিয়ে আড়িয়াদহর তালতলা স্পোর্টিং ক্লাবে পুলিশ। চ্যাংদোলা করে ক্লাবঘরের মধ্যে তালিবানি অত্যাচারের পুনর্নির্মাণ করা হল। ঘটনা পুনর্নির্মাণের পর জয়ন্তকে নিয়ে বেরিয়ে গেল পুলিশ। ক্লাব থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধাক্কা জয়ন্তর। এই ক্লাবের মধ্যেই জয়ন্তর শাগরেদদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। ক্লাবের মধ্যে থাকা একটি লোহার রড বাজেয়াপ্ত করল পুলিশ। জয়ন্তকে নিয়ে বেরিয়ে আসার পর ক্লাব সিল করে দিল পুলিশ।
রামকৃষ্ণ মিশনের জমি বিতর্কের পর এবার চার্চের জমিতে দাদাগিরি! বেহালায় নার্সিং কলেজে সংস্কারের কাজে বাধা, হুমকির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের দলবলের বিরুদ্ধে। চার্চের জমিতে দাদাগিরি?
রামকৃষ্ণ মিশনের জমি বিতর্কের পর, এবার চার্চের জমিতে দাদাগিরির অভিযোগ উঠল! বেহালায় নার্সিং কলেজে মেরামতিতে বাধা, হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর। এই ঘটনায় কাউন্সিলরের পাশে দাঁড়াননি কলকাতার মেয়র।