Birbhum: জেলা পরিষদের পর কর্মাধ্যক্ষ পদেও এবার কাজল-ঘনিষ্ঠদের দাপট | ABP Ananda LIVE

Continues below advertisement

গরু পাচার মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। এই পরিস্থিতিতে কেষ্ট-বিরোধী কাজল শেখের হাতে গিয়েছে বীরভূম জেলা পরিষদের ব্যাটন। কর্মাধ্যক্ষ পদেও এবার কাজল-ঘনিষ্ঠদের দাপট। স্থায়ী সমিতি থেকে বাদ পড়লেন অনুব্রত-অনুগামী বলে পরিচিত দু’বারের জেলা সভাধিপতি ও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, নারায়ণ হালদার ও আদিবাসী নেতা রবি মুর্মু। এমনকী, কর্মাধ্যক্ষ পদে নাম ঘোষণা পরেও, গতকাল পদত্যাগ করেন রবি মুর্মু ও নারায়ণ হালদার। জেলা পরিষদ আসনে প্রথমবার দাঁড়িয়েই ভোটে জিতে একেবারে সভাধিপতির চেয়ারে বসেছেন কাজল শেখ। তাঁর এই উত্থানকে অনুব্রত-জমানার পতন হিসেবেই দেখছে বিজেপি। একজন তো সারা জীবন থাকতে পারে না, তাই এই পরিবর্তন। তৃণমূলের প্রতিক্রিয়া কার্যত বিরোধীদের জল্পনাকেই মান্যতা দিয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram