Kolkata News: শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য, সল্টলেকের পর এবার বেহালা
ABP Ananda LIVE: শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য, সল্টলেকের পর এবার বেহালা। পর্ণশ্রীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ল গাড়ি। বেপরোয়া গতিতে ফুটপাথে উঠে দোকানে ধাক্কা গাড়ির। পর্ণশ্রী থানার কাছেই বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। গাড়ি চালক-সহ ২ জনকে আটক করেছে পুলিশ। বেপরোয়া গতিতে মোবাইল দেখতে দেখতে গাড়ি চালাচ্ছিলেন চালক, দাবি স্থানীয়দের। ১৩ অগাস্ট: সল্টলেকে গাড়ির ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বাইক চালকের।
ঠাকুরনগরে প্রকাশ্যে বিজেপি সাংসদ-বিধায়ক দ্বন্দ্ব,কাছাকাছি মমতা ঠাকুর ও সুব্রত ঠাকুর?
ঠাকুরনগরের রাজনীতিতে নতুন সমীকরণ? কাছাকাছি তৃণমূল সাংসদ মমতা ঠাকুর ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর? ঠাকুরনগরে প্রকাশ্যে বিজেপি সাংসদ-বিধায়ক দ্বন্দ্ব। মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট বিলি ঘিরে বিজেপিতে সংঘাত। মমতা ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের কথা। মমতা ঠাকুরের দ্বারস্থ শান্তনু ও সুব্রত ঠাকুরের মা ছবি রানি ঠাকুর। হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নাট মন্দিরে কার্ড বিতরণ শান্তনু ঠাকুরের। নাট মন্দিরে কার্ড বিতরণের প্রতিবাদ বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের দ্বন্দ্ব চরমে। তৃণমূলে যাওয়ার রাস্তা তৈরি করছেন সুব্রত, আক্রমণ শান্তনু ঠাকুরের। ২০২৪ সালে টিকিট না পেলে শান্তনুই তৃণমূলে যেতেন, পাল্টা সুব্রত ঠাকুর।