Kolkata News: রাজাবাজারে আক্রান্ত আইনজীবী, ধারাল অস্ত্র দিয়ে আঘাত
ABP Ananda LIVE: রাজাবাজারে আক্রান্ত আইনজীবী, ধারাল অস্ত্র দিয়ে আঘাত। বাড়িতে ঢোকার মুখে আক্রান্ত আইনজীবী, আতঙ্কে স্থানীয়রা। ধারাল অস্ত্র দিয়ে আইনজীবীকে আঘাত দুষ্কৃতীদের। আহত অবস্থায় আইনজীবীকে নিয়ে যাওয়া হয়েছে এনআরএস হাসপাতালে। কী কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ।
ঠাকুরনগরে প্রকাশ্যে বিজেপি সাংসদ-বিধায়ক দ্বন্দ্ব,কাছাকাছি মমতা ঠাকুর ও সুব্রত ঠাকুর?
ঠাকুরনগরের রাজনীতিতে নতুন সমীকরণ? কাছাকাছি তৃণমূল সাংসদ মমতা ঠাকুর ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর? ঠাকুরনগরে প্রকাশ্যে বিজেপি সাংসদ-বিধায়ক দ্বন্দ্ব। মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট বিলি ঘিরে বিজেপিতে সংঘাত। মমতা ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের কথা। মমতা ঠাকুরের দ্বারস্থ শান্তনু ও সুব্রত ঠাকুরের মা ছবি রানি ঠাকুর। হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নাট মন্দিরে কার্ড বিতরণ শান্তনু ঠাকুরের। নাট মন্দিরে কার্ড বিতরণের প্রতিবাদ বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের দ্বন্দ্ব চরমে। তৃণমূলে যাওয়ার রাস্তা তৈরি করছেন সুব্রত, আক্রমণ শান্তনু ঠাকুরের। ২০২৪ সালে টিকিট না পেলে শান্তনুই তৃণমূলে যেতেন, পাল্টা সুব্রত ঠাকুর।