Birbhum : পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের ফের রাজ্যের ২ জেলায় উদ্ধার আগেঅস্ত্র -বোমা | ABP Ananda Live
Birbhum : বীরভূমের ভেড়ামারি গ্রামে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের (Blast) ঘটনায় দুজনকে গ্রেফতার করল পাড়ুই থানার পুলিশ (Parui Police Station)। বীরভূমেরই খয়রাশোলে একটি পাইপগান (Pipe Gun)ও এক রাউন্ড গুলি (Bullet) সহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল কাঁকড়তলা থানার পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরেও (Sonarpur) একটি ওয়ান শর্টার সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।