Road Accident: ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য শহরে, ফোর্ট উইলিয়ামের দেওয়ালে ধাক্কা | ABP Ananda LIVE

Road Accident: সাতসকালে ফোর্ট উইলিয়ামের দেওয়ালে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি (Kolkata Accident)। অল্পের জন্য রক্ষা পান প্রাতর্ভ্রমণকারীরা। সকাল পৌনে ৮টা নাগাদ খিদিরপুরের দিক থেকে রেড রোড ধরে রাজভবনের দিকে যাচ্ছিল গাড়িটি। পাঁচ সওয়ারির সকলেরই বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। রেড রোডের ধারে ফোর্ট উইলিয়ামের গা ঘেঁষা রাস্তায় প্রাতর্ভ্রমণকারীরা ছিলেন। কোনওক্রমে তাঁরা প্রাণে বাঁচেন। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও সওয়ারিরা অক্ষত। কী ভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ (Kolkata News)। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola