Ananda Khobor seg4: পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে | Bangla News

Continues below advertisement

কোথাও গাছের ডাল দিয়ে আটকানো হল পথ। কোথাও পানীয় জলের ব্যবস্থা না হলে, ভোট মিলবে না বলে হুঁশিয়ারি শুনতে হল। বীরভূমে ফের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের জন প্রতিনিধিরা। যা নিয়ে চড়েছে রাজনীতির পারদও।

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) প্রশংসায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে, বিজেপির বিরুদ্ধে জনগণের হতাশাকে তিনি কতটা কাজে লাগাতে পারবেন, তা এখনও প্রতিষ্ঠিত হয়নি। সেই সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ আরও বলেন, লোকসভা ভোটে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তৃণমূলের পাশাপাশি, সমাজবাদী পার্টি এবং ডিএমকে-র ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে বলে মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ২০২৪-র লোকসভা ভোটে বিজেপি একাই দৌড়বে, এমনটা ভাবা ঠিক নয়। আগামী লোকসভা ভোটে আঞ্চলিকদলগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। ওঁর মতো এত অভিজ্ঞ, বিদ্বান মানুষের কথা মানে আদেশ, এবিপি আনন্দকে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর।

পঞ্চায়েত ভোটের আগে ফের দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার হল। ১৬ বছরের কিশোর-সহ ২ জনকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার ও ২ রাউন্ড গুলি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল
রাতে গোবিন্দপুর এলাকায় হানা দেয় জয়নগর থানার পুলিশ। হাতেনাতে পাকড়াও করে ২ জনকে। ধৃতরা কুলতলির  কীর্তনখোলা এলাকার বাসিন্দা। কী কারণে অস্ত্র মজুত করা হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে।

১০ দিন পর মিলল মণীন্দ্রচন্দ্র কলেজের (Manindra Chandra College) নিখোঁজ পড়ুয়ার দেহ (Student Deadbody)। উলুবেড়িয়ার (Uluberia) গঙ্গার ঘাট থেকে উদ্ধার দেহ। সেলফি তুলতে গিয়ে মৃত্যু, দাবি বন্ধুদের। পাল্টা খুনের অভিযোগ পরিবারের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram