Agitation at Mahaloya: দেবীপক্ষেও জারি প্রতিবাদ, মহালয়া ও তার আগের দিন একগুচ্ছ কর্মসূচি রয়েছে চিকিৎকদের ও নাগরিক সমাজের
Continues below advertisement
আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে এখনও সরব সমাজের সব স্তরের মানুষ। দেবীপক্ষেও সেই প্রতিবাদ জারি রাখছেন তাঁরা। মহালয়া ও তার আগের দিন একগুচ্ছ কর্মসূচি রয়েছে চিকিৎকদের ও নাগরিক সমাজের।
আর কয়েকদিন পরেই দেবীপক্ষ। ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি আসবেন উমা। মা এলেও মেয়ের জন্য লড়াই বন্ধ করছে না রাজ্যবাসী। আর জি কর মেডিক্যালে নিহত তরুণী চিকিৎসকের সুবিচারের দাবিতে মহালয়ার দিন মহামিছিল ও মহাসমাবেশের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হবে মহামিছিল। এছাড়াও ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর মামলার পরবর্তী শুনানির আগে, ২৯ শে সেপ্টেম্বর পাড়ায় পাড়ায় রয়েছে কর্মসূচি। যার নাম দেওয়া হয়েছে 'পাড়ায় থাকছি একসাথে উৎসবে নয় প্রতিবাদে।'
Continues below advertisement
Tags :
Junior Doctors Junior Doctors Protest Protest In Kolkata Mahaloya Kolkata Doctor Death Kolkata Protest Kolkata Doctors Protest Kolkata Doctor Murder Junior Doctor Protest Kolkata Doctor Case DOCTOR PROTEST Rat Dokhol Kolkata Junior Doctors Protest Political Tensions Rise In Bengal Junior Doctors Protest Live R G Kar Junior Doctors Protest Live Doctor Murdered In Kolkata Doctor Raped In Kolkata Doctor Killed In Kolkata Kolkata Doctor Protest Kolkata Trainee Doctor Rape