Aj Banglay: সেনাবাহিনীতে চাকরির একমাত্র গেটওয়ে এবার ‘অগ্নিপথ’

Continues below advertisement

হাওড়ায় ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যুর পর নড়েচড়ে বসল পুরসভা। CESC-র সঙ্গে বৈঠক করলেন পুর আধিকারিকরা। বর্ষার সময় বাতিস্তম্ভ বিদ্যুৎ বিচ্ছিন্ন করার ভাবনা।

আপারে প্রাইমারিতে দ্রুত নিয়োগের দাবি। চাকরি প্রার্থীদের একাংশকে অবস্থানে বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মাতঙ্গিনী মূর্তির নীচে অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন চাকরিপ্রার্থীরা।

সেনাবাহিনীতে চাকরির একমাত্র গেটওয়ে এবার ‘অগ্নিপথ’। ‘অগ্নিপথ’ প্রকল্প মাধ্যমেই এবার থেকে সেনাবাহিনীতে জওয়ান নিয়োগ। আবেদন করতে পারবেন সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সীরা। চাকরির মেয়াদ ৪ বছর, প্রথমে বছরে ৩০ হাজার টাকা বেতন। ‘অগ্নিপথ’ প্রকল্পে চতুর্থ বছরে বেতন হবে ৪০ হাজার টাকা। ৪ বছর পরে ২৫ শতাংশকে পাবে আরও ১৫ বছর চাকরির সুযোগ। বাকি ৭৫ শতাংশকে দেওয়া হবে ১০-১১ লক্ষ টাকা ভাতা। ‘অগ্নিবীর’রা পাবেন না কোনও অবসরকালীন সুবিধে। মিলবে না সেনাবাহিনীর অবসরকালীন কোনও সুবিধে। ‘প্রাক্তন সেনাকর্মী’ বলে উল্লেখ করা যাবে না চাকরির ক্ষেত্রেও । ৩ মাসের মধ্যে সেনাবাহিনীতে চালু হবে ‘অগ্নিপথ বাহিনী’। প্রাথমিকভাবে প্রতি বছর ৪০ হাজার নিয়োগ হবে ‘অগ্নিপথ প্রকল্পে’। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram