Aj Banglay : অনুব্রতকে ৪৮ ঘণ্টা অন্তর মেডিক্যাল পরীক্ষার নির্দেশ বিশেষ আদালতের
গরুপাচারকাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডল, ১০দিনের সিবিআই হেফাজত। ৪৮ ঘণ্টা অন্তর মেডিক্যাল পরীক্ষার নির্দেশ বিশেষ আদালতের।
বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে গ্রেফতার করল সিবিআই। সকালে অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সিআরপি-র ১০০ জওয়ান বোলপুরের বাড়ি ঘিরে ফেলে সিবিআই। আদালতের নির্দেশনামা ও মেডিক্যাল রিপোর্ট নিয়ে পৌঁছয় সিবিআই। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করেন দেন সিবিআই আধিকারিকরা। বাড়ির সকলের ফোন নিয়ে নেয় সিবিআই। তল্লাশির পাশাপাশি অনুব্রতকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার অনুব্রত মণ্ডল। বোলপুরের বাড়ি থেকে অনুব্রতকে কুলটির ইসিএলের গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। গরুপাচার মামলায় ১০ বার অনুব্রতকে তলব করে সিবিআই। ৯ বার হাজিরা এড়ান তৃণমূল জেলা সভাপতি। অসুস্থতার কথা বলে গতকালও হাজিরা এড়ান অনুব্রত। গরুপাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন।