আজ বাংলায়: পানিহাটিতে বিজেপি কর্মীর দোকান ভাঙচুর, আসানসোলে বিজেপি প্রার্থীকে ‘মারধর’, অভিযুক্ত TMC। Bangla News
পানিহাটির বিবি বাগান এলাকায় বিজেপি কর্মীর দোকান ভাঙচুর। ঘটনাস্থলে গেলে বিজেপি নেতা জয় সাহার গাড়ি ভাঙচুর। বিজেপি নেতার সঙ্গীদের মারধরের অভিযোগ। নিরাপত্তারক্ষীদেরও ধাক্কাধাক্কির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার শাসকদলের। আইন আইনের পথে চলবে, জানালেন পানিহাটির তৃণমূল বিধায়ক।
আসানসোলে বিজেপি প্রার্থীকে ‘মারধর’। ‘আক্রান্ত’ আসানসোল পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ভৃগু ঠাকুর। অসুস্থ দলীয় কর্মীকে দেখতে যাওয়ার পথে হামলার অভিযোগ। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। ‘প্রচারের আলোয় আসার জন্য অভিযোগ বিজেপি প্রার্থীর’। অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি তৃণমূলের।
পুরভোটে বামেদের অভিনব প্রচার কৌশল। উত্তর ২৪ পরগনার অশোকনগরে সোশ্যাল মিডিয়ার সাহায্য়ে জানতে চাওয়া হচ্ছে পুরবোর্ডের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। দেওয়া হচ্ছে প্রতিশ্রুতি। একযোগে বামেদের বিঁধেছে তৃণমূল ও বিজেপি। কটাক্ষ কংগ্রেসেরও।
নেতাজি সংক্রান্ত রাজ্যের ট্যাবলো বাতিল ইস্যুতে তরজা চলছে, তার মধ্য়েই রাজ্য়ে নেতাজির মূর্তি বসানো নিয়ে তৃণমূলকে আক্রমণ করল বিজেপি। পাল্টা জবাব তৃণমূলের।